বায়ারের চাহিদা অনুযায়ী ফেব্রিকের GSM বিভিন্ন ওজনের হয়ে থাকে আর এই জিএসেম কে ঠিক করার জন্য VDQ পুলিতে স্টিচ লেন্থ সেট করতে হয়।




সার্কুলার মেশিন স্টেন্ড এ সাজানো ফিডার অনুযায়ী দুই সারী হুইলের সাথে দুটু সম্পুর্ন VDQ  পুলি বেল্টের মাধ্যমে সেট করা থাকে।  এই পুলির মাধ্যমে স্টিচ লেন্থ কমানো বাড়ানো যায় । স্টিচ লেন্থ কনানো বাড়ানোর কারনে জিএসএম কমানো বাড়ানো যায়।

এক্ষত্রে যদি স্টিচ লেন্থ কমানো হয় তবে VDQ পুলির ব্যাসার্ধ কমে যাবে, হুইল হলে সুতা সাপ্লাই কম হবে সমগতিতে লুপ  কোর্স  এর ঘনত্ব বেড়ে যাবে আর জিএসএম বৃদ্ধি পাবে।

এক্ষত্রে যদি স্টিচ লেন্থ বাড়ানো  হয় তবে VDQ পুলির ব্যাসার্ধ বেড় যাবে, হুইল হলে সুতা সাপ্লাই বেড়ে  যাবে সমগতিতে লুপ  কোর্স  এর ঘনত্ব কম্ব যাবে আর জিএসএম কমে যাবে ।

5 mm S/L কমালে কাপড়ে প্রতি ইঞ্চিতে ওয়েলস কোর্স এর ঘনত্ব বৃদ্ধি পাবে 5 gm GSM বৃদ্ধি পায়  ।

5 mm S/L বাড়ালে  কাপড়ে প্রতি ইঞ্চিতে ওয়েলস কোর্স এর ঘনত্ব হ্রাস পাবে  5 gm GSM কমে যায়।


GSM মুলত ডিপেন্ড করেঃ
SL
Yarn Count
color of Fabrics
Finish /Dia
Shrinkage
Spyrility
Design
Yarn Tension