ওভেন ফেব্রিক কি ডাইং প্রসেসে বাড়ে ?

আপনারা কি জানেন ওভেন ফেব্রিক ডাইং ফিনিশিং এর কোয়ানটিটি  মাপা হয় এর লেন্থ অনুযায়ী যেহেতু এর ওয়েট মাপা হয় না তাই এর লেন্থ যতো বেশি হয় ততো লাভ ।  আপনারা জানেন যে ওভেন ফেব্রিক প্রসেস করা হয় কন্টিনিউয়াস ফর্মে তাই এর লেন্থ বরাবর টেনশন পরে আর Width কমতে থাকে প্রতি মেশিনের প্রসেসে যার ফলে দেখা যায় আপনি ১০০০ গ্রে কাপড় দিলে তা বেড়ে হয়ে যায় ১০৫০ মিটার  আর ৫০ মিটার কাপড় যদি ১৬০ টাকা গজ হয় তবে আপনার  ৫০×১৬০ = ৮০০০ হাজার টাকার মতো কাপড়  বের হয় এমন করে একটা মিডিয়াম পার্টি যদি মাসের ১ লক্ষ মিটার কাপড় ডাইং করার তবে ৫০×১০০= ৫০০০ মিটার কাপড় মাস শেষে ৫০০০× ১৬০ = ৮০০০০০ টাকা বের হবে ফেব্রিক থেকে ।
যদিও আমাদের   প্রতিটা ফেব্রিকের ক্ষত্রে কটনে ৩-৫% লাইক্রা ৬-৮% প্রসেস লস দেয়ার পর হলেও এর পরো  এমন পরিমান কাপড় বের হবে ।

যারা ফেব্রিক সাপ্লাইয়ার আছেন তারা একটু সচেতন হলে এই পরিমাণ কাপড়  তারা বের করতে পারেন৷, মুলত ফেক্টরি আপনাদের বুকিং কোয়ানটিটি ফিলাপ করে ডেলিভারি দেয় কিন্ত সারপ্লাস কাপড় না চাইলে তা দেয় না ৷  তবে একটু ডিপলি ফলোয়াপ করলে আপনি পুরো ফেব্রিক পেতে পারেন ।  আর যারা মার্কেটিং এক্সিকিউটিভ তারা জানেন বিষয়টি  তাদের কে আপনারা প্রেশার দিলে ফেব্রিক লস কমাতে পারেন ।
অনেক সময় আপনাদের কাপড় ডিসাইজিং করার সময় বেশি কোয়ানটিট হলে একথান কম ভেজায়।

132×60/20×20+70D  কন্সট্রাকশন এর ফেব্রিকের

সিনজিং ৩৩৯০ মিটার

ব্লিচ ৩৫০৫ মিটার

হিটসেট  ৩৫১৫ মিটার

মার্সারাইজিং ৩৬১৫ মিটার

ওয়াসিং ৩৫০০ মিটার


এখানে একটা লাইক্রা কটনের একটি উদাহরণ দেয়া হলো যে  Width 64" ছিলো সিনজিং এর পর  54" ব্লিচ এর পর  54"

নিচে কিছু ফেব্রিকের আইডিয়া দেয়া হলো এতে ব্লিচে মার্সারাইজে কেমন লেন্থ পরিবর্তন হয় তার একটি আইডিয়া দেয়া হলোঃ

128×60/20×16 Twill 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +4% Length
Bleach  -6% width

Marcharize +7.9% Length
Marcharize -7.4% width

132×60/20×20+70D Ly   Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +5% Length
Bleach  -14% width

Marcharize +7.9% Length
Marcharize -14.7% width

96×72/45×45 TC  - ১০০% ডিসাইজিং 
Bleach  +4% Length
Bleach  -16.6% width

Marcharize +5% Length
Marcharize -18.3% width

150×70/30×20 Twill 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +2.2% Length
Bleach  -6% width

Marcharize +7.3% Length
Marcharize -7.5% width

136×62/30×10 Twill 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +3% Length
Bleach  -9.3% width

Marcharize +5.5% Length
Marcharize -10% width

180×80/40×20+70D Ly Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +3% Length
Bleach  -18% width

Marcharize +5.5% Length
Marcharize -17.4% width

140×56/30×10 Dobby 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +2.6% Length
Bleach  -7.3% width

Marcharize +5.4% Length
Marcharize -11% width

150×70/30×30 Canvas 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +8.7% Length
Bleach  -5% width

Marcharize +6.5% Length
Marcharize -7.8% width

110×70/40×40 pop 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +6.6% Length
Bleach  -14% width

Marcharize +7.7% Length
Marcharize -18% width

148×57/30×10+40 BFC 100% Cotton - ১০০% ডিসাইজিং 
Bleach  +4% Length
Bleach  -8.7% width

Marcharize +6.2% Length
Marcharize -11% width


বিদ্রঃ
এটা যারা প্রফেশনাল সাপ্লাইয়ার তাদের জন্য